শিরোনাম:
ঠাকুরগাঁও, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১

Deshayan
রবিবার ● ৩০ জুন ২০১৯
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » লোকায়ন ১২তম বরষা মঙ্গল উৎসব
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » লোকায়ন ১২তম বরষা মঙ্গল উৎসব
৬৭১ বার পঠিত
রবিবার ● ৩০ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোকায়ন ১২তম বরষা মঙ্গল উৎসব

---দেশায়ন ডেস্ক :টুপটাপ জল পড়ে ঘন ঘোর বরষায়, পাতা পরে জল নড়ে মেঘমালা গর্জায়…..কবির ভাষার মতই এমন এক আবহে বরষা আনে মঙ্গলের বারতা। এমনই এক মনোমুগ্ধকর আয়োজন ছিল গতকাল শনিবার বিকেল ৫ টায়। ইএসডিও’র গোবিন্দনগর ইকোপাঠশালা ও কলেজ ক্যাম্পাসের মঞ্চে। পিকেএসএফ ও ইএসডিও আয়োজিত বরষা মঙ্গল উৎসবে দর্শক-¯্রােতা সকলেই এক ভিন্নতর সাংস্কৃতিক আবেশে মত্ত হয়ে উঠেন।

প্রথমেই স্বাগত বক্তব্য দেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। অতিথিদের মধ্যে ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এবং তাঁর সহধর্মিণী নুসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও তাঁর সহধর্মিণী, বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর এর লে. কর্নেল এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও তাঁর সহধর্মিণী, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কিবরিয়া মন্ডল, এবং ইএসডিও নির্বাহী পরিচালক প্রশাসন সেলিমা আখতার।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, ‘বাংলাদেশ ষড়ঋতুর দেশ। কোথাও এমন বৈচিত্র্য পাওয়া যায়না। বরষা অসহ্য গরমের মধ্যে একটু শীতল পরশ জাগায়। এটি মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মনন সৃষ্টি করে। সাহিত্যিকরা কাব্য লিখেন। আবার বরষা যেন শক্তির আধার। অন্ধকারকে জয় করবার এক অসীম চেতনা। এই শুভ’র প্রভাবে আমরা মাদকসহ সকল সামাজিক-মানবিক ব্যাধি ও সমস্যা দূর করার চেষ্টা করি।

উত্তরের অঞ্চলগুলো বিশেষ করে ঠাকুরগাঁও-দিনাজপুর এ বর্ষাকে ঘিরে উদযাপিত হয় নানা উৎসব-আয়োজন। তেমনি এই উৎসবে অস্তিত্বের সন্ধানে শিকড়ের টানে একে একে রবীন্দ্র, নজরুল, আধুনিক গান, কবিতা এবং সব শেষে আকর্ষণীয় গম্ভীরা পরিবেশিত হয়।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম স্বপন, শিশু কর্মকর্তা জোবেদ আলী, প্রীতিগাঙ্গুলী, বিশ্ব দে ধারা, আ্যড. সারওয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।

---সঙ্গীত পরিবেশন করেন উন্নয়ন কর্মী দোলা, মেহেদী, সৈয়দ মাহবুবুল মানিক, আবৃত্তি করে ড. জামান মহোদয়ের পুত্র শ্বাশত জামান। গম্ভীরা পরিবেশন করেন শাহীন মন এবং সুজন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও কর্মকর্তা মো. সুজন খান। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত হয় বর্ষাভিত্তিক দেওয়াল পত্রিকা ও রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা। এছাড়া বর্ষা ভিত্তিক কুইজ ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসব অনুষ্ঠানে ইএসডি’র সকল কর্মী, শিক্ষক, অভ্যগত সাংবাদিক শুভানুধ্যয়ী এবং সহযোগী প্রতিষ্ঠান-ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





ইতিহাস-ঐতিহ্য এর আরও খবর

ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে শর্তের বেড়াজালে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে শর্তের বেড়াজালে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন-এর মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন-এর মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : এন্তাজুল-সম্পাদক ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : এন্তাজুল-সম্পাদক
ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র তিনযুগ পূর্তিতে উৎসব ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র তিনযুগ পূর্তিতে উৎসব
ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন-কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন-কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতা
ঠাকুরগাঁও পৌরসভার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ঠাকুরগাঁও পৌরসভার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মৃৎ শিল্পের ঐহিত্য ফিরিয়ে আনতে হবে : জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান মৃৎ শিল্পের ঐহিত্য ফিরিয়ে আনতে হবে : জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)