
রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে এসএসসি-২০০০ “কিংবদন্তী বন্ধুবৃত্ত”র ইফতার ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁওয়ে এসএসসি-২০০০ “কিংবদন্তী বন্ধুবৃত্ত”র ইফতার ও দোয়া মাহফিল
দেশায়ন ডেস্ক : এসএসসি-২০০০ “কিংবদন্তী বন্ধুবৃন্ত ঠাকুরগাঁও” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধায় শহরের রোজ হোটেল এন্ড রেষ্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও “কিংবদন্তী বন্ধুবৃন্ত” গ্রুপের প্রতিষ্ঠাতা শারমিন আকতারের আয়োজনে ইফতার মাহফিলে গ্রুপের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় এসএসসি-২০০০ গ্রুপের প্রয়াত সকল বন্ধুদের স্মরণে ও দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।