
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে প্রয়াত দলিল লেখকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
ঠাকুরগাঁওয়ে প্রয়াত দলিল লেখকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও সাব-রেজিষ্ট্রি অফিসের প্রয়াত দলিল লেখক কমলা কান্ত রায়ের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সোমবার দলিল লেখক কল্যাণ সমিতিতে প্রয়াত ওই দলিল লেখকের স্ত্রীকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতির আয়োজনে বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: আব্দুল ওয়াদুদ সরকার, সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শচিন, দপ্তর সম্পাদক মো: জুয়েল ইসলাম শান্ত, সদস্য মো: কসির উদ্দিনসহ অন্যান্য সদস্যগণ। এ সময় প্রয়াত দলিল লেখক কমলা কান্ত রায়ের স্ত্রীর হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য যে, গত ১৬ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতির সদস্য কমলা কান্ত রায় পরলোকগমন করেন। তার বাড়ি সদর উপজেলার দক্ষিণ বঠিনা এলাকায়।