![Deshayan](https://www.deshayon.com/cloud/archives/fileman/Logo-----First.jpg)
শুক্রবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন রোববার
ঠাকুরগাঁওয়ে “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন রোববার
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশাল পরিসরে উদ্বোধন হতে চলেছে “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫”। আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করবেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়, ঢাকা উত্তর শাখা বিএনপি’র আহবায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক মো: আমিনুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল রিলেশন কমিটির ভাইস চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন আজাদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল লীগ পরিচালনা কমিটির সদস্য ও ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ। এছাড়াও জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক, সাবেক কৃতী খেলোয়াড়সহ জেলার ক্রীড়ামোদী দর্শকেরা উপস্থিত থাকবেন।
জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২৫ এর আহবায়ক সৈয়দ মমিনুল হক বাবু জানান, টুর্নামেন্ট সফল করতে ইতমিধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় পরিচর্যার ফলে সফল একটি টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা রয়েছে মাঠ। মাঠের দক্ষিণ কোনে মহিলাদের জন্য ও সাবেক কৃতী খেলোয়াড় এবং প্রবীনদের জন্য আলাদা গ্যালারী তৈরী করা হয়েছে। পশ্চিম পার্শ্বে অতিথিবৃন্দের জন্য আলাদা গ্যালারী স্থাপন করা হয়েছে। এছাড়াও মাঠের বিভিন্ন অংশে দর্শকদের বসে খেলা দেখার সুযোগ রয়েছে। প্রতিনিয়ত বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষন করছেন। সব কিছু ঠিক থাকলে প্রথম বারের মত এ আসর স্মরণ কালের সেরা ফুটবল মহারণ হতে চলেছে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সাথে তিনি সকল ফুটবল প্রেমী মানুষজনকে সকল খেলা উপভোগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি আরও জানান, টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮টি জেলা অংশগ্রহন করছে। উদ্বোধনী দিতে ১৬ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা বিএনপি টিম প্রতিদ্বন্দিতা করবে পঞ্চগড় জেলা বিএনপি টিমের সাথে। অন্যান্য টিমগুলো হলো ঠাকুরগাঁও জেলা বিএনপি, সৈয়দপুর জেলা বিএনপি, লালমনিরহাট জেলা বিএনপি, কুড়িগ্রাম জেলা বিএনপি, গাইবান্ধা জেলা বিএনপি ও রংপুর মহানগর বিএনপি টিম।