মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২৫
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ “বালক-বালিকা” উদ্বোধন বুধবার
ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ “বালক-বালিকা” উদ্বোধন বুধবার
দেশায়ন ডেস্ক : লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে প্রাথমিক স্তুরের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধির প্রয়াসে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’র জেলা পর্যায়ের খেলা উদ্বোধন আগামীকাল। বুধবার সকাল সাড়ে ৯টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করার কথা রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। উদ্বোধনী দিনে বুধবার সকাল ১০টায় (বালিকা দলে) বালিয়াডাঙ্গী টিম প্রতিদ্বন্দিতা করবে রানীশংকৈল টিমের সাথে। দুপুর ১২টায় পীরগঞ্জ বনাম ঠাকুরগাঁও সদর উপজেলা টিমের খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় প্রথম খেলার বিজয়ী টিম প্রতিদ্বন্দিতা করবে হরিপুর উপজেলা টিমের সাথে। অপরদিকে (বালক দলে) সকাল ১১টায় রানীশংকৈল বনাম পীরগঞ্জ উপজেলা টিমের খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় ঠাকুরগাঁও সদর উপজেলা টিম খেলবে বালিয়াডাঙ্গী উপজেলা টিমের সাথে। বিকাল ৪টায় ১ম খেলায় বিজয়ী দল প্রতিদ্বন্দিতা করবে হরিপুর উপজেলা টিমের সাথে।
পরদিন বৃহস্পতিবার দুপুর ২ টায় ফাইনাল খেলায় (বালিকা দলে) ২য় বিজয়ী টিম প্রতিদ্বন্দিতা করবে ৩নং বিজয়ী টিমের সাথে। (বালক দলে) বিকাল ৩টায় ২নং বিজয়ী টিম তুমুলভাবে প্রতিদ্বন্দিতা করবে ৩নং বিজয়ী টিমের সাথে। খেলা শেষ বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেন।