মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৫ বালকদের ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা
ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৫ বালকদের ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনব্যাপী সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাছাই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, বিশেষ অতিথি সাবেক কৃতী খেলোয়াড় রইস উদ্দীন, কালূ দাস, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম হাসানুজ্জামান বিপ্লব, সালন্দর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: মাসুদ রানা প্রমুখ।
এ সময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা মো: মহসিন আলী, অংশগ্রহনকারী খেলোয়াড়, বিভিন্ন একাডেমীর কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রায় দেড় শতাধিক খেলোয়াড় বাছাই প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ে ৬০ জন ও চুড়ান্ত বাছাইয়ে ৩০ জন খেলোয়াড়কে বাছাই করা হয়। পরবর্তিতে এর মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক খেলোয়াড় পরবর্তী প্রতিযেগিতায় অংশগ্রহন করবেন।
বাছাই কার্যক্রমে সহযোগিতায় ছিলেন জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, সদস্য মো: আলতাফুর আলিম, মো: সামসুজ্জামান আপেলসহ সিনিয়র খেলোয়াড়বৃন্দ।