শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে পিস স্কুল এন্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে পিস স্কুল এন্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে পিস স্কুল এন্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিস স্কুল এন্ড কলেজের আয়োজনে পিস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।
পিস স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও আমানতুল্লাহ ইসলামি একাডেমীর অধ্যক্ষ (সাবেক) আলহাজ্ব মোঃ সামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পিস স্কুল এন্ড কলেজের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও পিস স্কুল এন্ড কলেজের উপদেষ্টা হাফেজ মুহম্মদ রশিদ আলম, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী , পৌর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ এবং পিস স্কুল এন্ড কলেজের উপদেষ্টা মোঃ শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোকাদ্দেস ইসলাম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক ইয়াছিন আলী, সিনিয়র শিক্ষক আকতারুল আলম, রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ সেলিম, পিস স্কুল এন্ড কলেজের পরিচালক মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম, মাওলানা ফজলে রাব্বী মোর্তাজাবি, (সহকারী অধ্যাপক ,সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা) মোঃ খাদেমুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ কাউসার সহ পিস স্কুলের শিক্ষক -শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পিস স্কুল এন্ড কলেজের পরিচালক মন্ডলীর সদস্য ও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক মোঃ মুবিন রতন।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য হতে ইংরেজিতে বক্তব্য দেন, কৃষ্ণ রায়, শিশিরাও তাদের পারফরম্যান্স উপস্থাপন করেন।
বক্তব্যে পিস স্কুল এন্ড কলেজের উপদেষ্টারা বাংলা ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতার মাধ্যমে আল কুরআন ও আল হাদিসের জ্ঞানের আলোকে আপনার আদরের সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজকের এই প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান আলোচক মুহম্মদ হাফেজ রশিদ আলম গল্পের মাধ্যমে বাস্তব শিক্ষার কিছু তথ্য তুলে ধরে প্রকৃত শিক্ষার গুরুত্ব বোঝাবার চেষ্টা করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ শরিফুল ইসলাম শরীফ বলেন, আমাদের অনেক ছেলেমেয়ে দিনাজপুর অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভালো মানুষ শিক্ষা পেতে ভর্তি করান। তাই আমরা চাই ঠাকুরগাঁওয়ে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠুক। সেক্ষেত্রে পিস স্কুল এন্ড কলেজে আপনাদের সন্তানরা ভালো শিক্ষা পাবে বলে আমার বিশ্বাস। আমি এই প্রতিষ্ঠানের সাথে সব সময় থাকবো। পরে তিনি বলেন,আপনাদের সন্তানদেরকে ভর্তি করে বাস্তবধর্মী শিক্ষা দানে সহযোগিতা করবেন।