সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রচ্ছদ » অনুসন্ধানী » ঠাকুরগাঁওয়ে নিস্পত্তিকৃত মামলার নথি-নেশা জাত দ্রব্য ধ্বংস
ঠাকুরগাঁওয়ে নিস্পত্তিকৃত মামলার নথি-নেশা জাত দ্রব্য ধ্বংস
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে আদালতের রেকর্ডরুম শাখার রক্ষিত নিস্পত্তিকৃত মামলার নথি ধ্বংস করা হয়। সোমবার ঠাকুরগাঁও বীজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের নেতৃত্বে আদালত চত্বরের ফাঁকা স্থানে উল্লেখিত মামলার নথি পুড়িয়ে ধ্বংস করা হয়।
নিস্পত্তিকৃত ২৫৬ টি বিভিন্ন মামলা লিস্ট করে নথিসমূহে আগুন দেন ঠাকুরগাঁও বীজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়। আদালতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেসী আদালতের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫৬টি নিস্পত্তিকৃত মামলার নথি, ১০ লাখ টাকার নেশা জাত দ্রব্য, আলামত ধ্বংস করা হয়। এছাড়াও ১ লাখ ১৫ হাজার ৯৯০ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানান বিজ্ঞ বিচারকগণ।