বুধবার ● ১২ জুন ২০২৪
প্রচ্ছদ » অনুসন্ধানী » পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগে মামলা
পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগে মামলা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়ায় পূর্ব আক্রোশের জেরে অনধিকার বাড়িতে প্রবেশ করে মারপিটের অভিযোগ মামলা দায়ের করা হয়। মঙ্গলবার ওই গ্রামের মৃত খাতির মহাম্মদের ছেলে মো: আইন উদ্দীন (৫৫) ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সিআর-৫৩৯/২৪ (টি) নাম্বার মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত শনিবার সন্ধায় পূর্ব পরিকল্পিতভাবে হাতে দেশীয় অস্ত্র-স্বস্ত্রে স্বজ্জিত হয়ে আসামীগণ মো: আইন উদ্দীনের বাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে। বাড়ির লোকজন গালিগালাজের কারণ জিজ্ঞেস করার পরপরই দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে আইন উদ্দীনের মাথায় স্বজোরে কোপ মেরে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। বাড়ির অপর মানুষজনকে মারপিট করে বেশ কয়েকজনকে আহত করে মো: আনছারুল হকের স্ত্রী মোছা: আরফিনা খাতুনের পড়নের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। এ সময় আশ পাশের মানুষজন এগিয়ে এলে আসামীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মামলায় আসামীরা হলেন, সদর উপজেলার পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়া গ্রামের মো: রহমানের ছেলে মো: সাদেকুল ইসলাম ওরফে ঢেলেন (৩৫), একই গ্রামের মো: আব্দুল হক ওরফে ব্যাঙ (৫২), তার ছেলে মো: খায়রুল ইসলাম (২২), রাজুর স্ত্রী মোছা: জনি আক্তার (২২) ও মো: কাশেমের স্ত্রী মোছা: জেসমিন আক্তার (২১)।