মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
প্রচ্ছদ » অনুসন্ধানী » ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের “হেল্প ডেস্ক” ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-১
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের “হেল্প ডেস্ক” ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-১
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত “হেল্পডেস্ক” ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়। সোমবার সুশান্ত কুমার দাস (৬২) নামে এক ব্যক্তি হেল্পডেস্কের কাঁচ ভাংচুর করে অত্র এলাকায় আতংকের সৃষ্টি করে। এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মো: রেজওয়ানুল ইসলাম প্রধান বাদী হয়ে দ্রুত বিচার আইনে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ওই দিন অন্যান্য দিনের মত অফিস চলছিল। এ সময় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত প্রদীপ চন্দ্র দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৬২) পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড দিয়ে “হেল্প ডেস্কের” কাঁচ ভাংচুর করে। কাঁচ ভাংচুরের শব্দে জেলা প্রশাসকের কার্যালয় ও পার্শ্ববর্তী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসা মানুষজন ভীত হয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ নিচতলায় এসে কাঁচ ভাঙ্গারত অবস্থায় সুশান্ত কুমার দাসকে আটক করে।
পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। সুশান্ত কুমার দাস সরকারী অফিস চলাকালে দপ্তরের কার্যক্রম ব্যহত, দূরসন্ধিমূলক ত্রাস সৃষ্টি করে অজ্ঞাতনামা আসামীদের শলাপরামর্শে পূর্ব পরিকল্পিনা অনুযায়ী এ ঘটনা ঘটিয়েছেন বলে উল্লেখ করা হয়।