সোমবার ● ১৭ ডিসেম্বর ২০১৮
প্রচ্ছদ » খেলাধুলা » ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন
ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন
দেশায়ন ডেস্ক : ১৬ ডিসেস্বর রোববার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন এবং কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৮তম মহান বিজয় দিবস পালন করা হয়।
এসময় এই জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান মহোদয় বেলুন এবং পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর পর জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান তাঁদের লিখিত বক্তব্য পাঠ করেন। অনুমোতিক্রমে জেলা পুলিশ, আনসার এবং বিএনসিসিসহ অর্ধশতাধিক কলেজ-বিদ্যালয়ের দল তাদের মার্চ পাস্ট ও কুচকাওয়াজ প্রদর্শন করে সকলকে মুগ্ধ করে। এবং এর পর ডিসপ্লে অনষ্ঠিত হয়। এতে প্রথম হয় ইকো কলেজ।
আবুল হোসেন সরকার কলেজে বিজয় দিবস উদযাপন : ১৬ ডিসেস্বর রোববার সকাল সাড়ে ১১ টায় আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজের অডিটরিয়ামে ৪৮তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ কেদার নাথ বর্মনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রভাষক গোলাম সারোয়ার সম্রাট, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের খোদা বকশ ডাবলু, আইরিন পারভীন, মালেকা পারভীন বীথি।
এসময় শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুভাষ রায়, অরুন কুমার রায়, মাহমুদ হাসান প্রিন্স, হরনাথ রায়, আয়েশা পারভীন,ওবায়দুর রহমান, মুন্নজান আরা, শামীমা পারভীন মাহবুবা আক্তার মনি, বরুণ কুমার রায় প্রমুখ। এ সময় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।