শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন
ঠাকুরগাঁওয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন
দেশায়ন ডেস্ক : আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজে : গত ১৪ ডিসেস্বর শুক্রবার সকাল ১০ টায় আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজের অডিটরিয়ামে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ কেদার নাথ বর্মনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের প্রভাষক গোলাম সারোয়ার সম্রাট, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের খোদা বকশ ডাবলু, পরিসংখ্যান বিভাগের রেজাউল হাসান। এসময় শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুভাষ রায়, অরুন কুমার রায়, মনোয়ার হোসেন লেবিন, হরনাথ রায়, আশেয়ার পারভীন, মুন্নজান আরা শামীমা পারভীন,বরুণ কুমার প্রমুখ।
ঠাকুরগাঁও প্রেস কাব : গত ১৪ ডিসেস্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের কালিবাড়ীস্থ ঠাকুরগাঁও প্রেস কাব আনিসুল হক অডিটরিয়ামে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন হয়। প্রেস কাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সহসম্পাদক ফিরোজ আমিন সরকার রাসেল, সদস্য ও দেশায়ন ডট কমের সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, নির্বাহী সদস্য ফজলে ইমাম বুলবুল, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামীম, সদস্য খোদা বকশ ডাবলু। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নাহিদ রেজা, জয় মোহন্ত, ইমদাদুল হক ভুট্ট প্রমুখ।