বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে জেএফএ অনুর্ধ-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের খেলোয়াড় বাছাই
ঠাকুরগাঁওয়ে জেএফএ অনুর্ধ-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের খেলোয়াড় বাছাই
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে জেএফএ অনুর্ধ-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৪ প্রতিযোগিতার খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে জেলার রানীশংকৈল রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমী মাঠে এ বাছাই অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্তাবধানে বাফুফে কমিটি ফর ওমেন্স ফুটবল এর ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ঠাকুরগাঁও জেলা টিম গঠনের সময় উপস্থিত ছিলেন কোচ খায়রুল বাশার, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমীর কোচ সুগা মুরমু, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক মো: আসাদুজ্জামান শামিমসহ অত্র কাবের বিভিন্ন কর্মকর্তা, জনগাঁও মহিলা ফুটবল একাডেমীর কর্মকর্তা ও বাছাইয়ে অংশগ্রহনকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
উল্লেখিত প্রতিযোগিতার সকল খেলা এবং নিয়ম-কানুন বাফুফে, এএফসি ও ফিফার বিধিমালা অনুসরণ করে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রত্যেক বালিকা খেলোয়াড়ের বয়স অ-১৪ হতে হবে অর্থাৎ চৌদ্দ বছরের নিচে এবং জন্ম ২০১০ সালের ২৫এপ্রিলের পরে। প্রত্যেক খেলোয়াড়কে বাফুফে কমিটি ফর ওমেন্স ফুটবল কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট ফরমে ২কপি সদস্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম নিবন্ধনসহ খেলোয়াড় রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে ভেন্যুতে উপস্থিত মহিলা ফুটবল কমিটির প্রতিনিধির নিকট জমা দিতে হবে। কোন খেলোয়াড় বয়স থাকা সত্তেও ২ বারের অধিক জেএফএ অনুর্দ্ধ-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৪ এ অংশগ্রহন করতে পারবে না।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা অনুর্ধ-১৪ মহিলা টিম আগামী ২১ এপ্রিল দিনাজপুরে প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলবে।