বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০২৪
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র তিনযুগ পূর্তিতে উৎসব
ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র তিনযুগ পূর্তিতে উৎসব
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও তথা দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রতিষ্ঠার তিনযুগ পূর্তি উৎসব পালিত হয়। বুধবার দিনব্যাপী গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ে জাতীয় সংগীত, দলীয় সংগীত ও উৎসব সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
পরে ‘তিনযুগ থেকে অর্ধ-শতাব্দীর অভিযাত্রার শুভারম্ভ’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ইএসডিও’র উন্নয়ন কর্মীদের সমন্বয়ে ভবিষ্যত কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে বিশেষ আলোচনা সভা এবং সন্ধ্যায় দোয়া ও ইফতারের আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি হয়।
তিনযুগ পূর্তি উৎসব আয়োজনে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি’র সভাপতিত্ব উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ-সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মো. সাইফুজ্জামান হিরো, নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জামাল হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্য ড. সেলিমা আখতার, ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। এ সময় মুক্তিযোদ্ধা, জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন এবং সংস্থার প্রধান কার্যালয়ের সকল উন্নয়ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৮ সালে বাংলাদেশের সর্ব উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ মেধাবী ছাত্র ড. মুহম্মদ শহীদ উজ জামানের নেতৃত্বে একদল তরুণের সম্মিলিত প্রয়াসে ভয়াবহ বন্যা মোকাবেলায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বে-সরকারী উন্নয়ন সংস্থা হিসেবে যাত্রা শুরু করেছিলো। তিন যুগ পথ চলা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সময়ের মধ্যে ইএসডিও বিভিন্ন কার্যক্রম নিয়ে পৌঁছাতে সম হয়েছে দেশের বিভিন্ন স্থানের দরিদ্র, পিছিয়ে পড়া বিশেষত: নারী, শিশু ও ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কাছে।