মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন-কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতা
ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন-কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার বাংলাদেশ শিশু একাডেমী জেলা কার্যালয় চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ আয়োজনে পৌর শহরের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, জেলা প্রশাসন মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও দিবসটি পালনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।