মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁও পৌরসভার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
ঠাকুরগাঁও পৌরসভার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। দিবসটি পালনে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে অপরাজেয় ৭১ প্রাঙ্গনে স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিব উজ জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকারসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরগণ।
এছাড়াও অপরাজেয়-৭১ প্রাঙ্গণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সেখান থেকে শহিদ মোহাম্মদ আলীর স্মৃতিস্তম্ভ পর্যন্ত র্যালি বের করা হয়।
সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। বিকেলে ঠাকুরগাঁও পৌরসভা বনাম জেলা প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।