বৃহস্পতিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » মৃৎ শিল্পের ঐহিত্য ফিরিয়ে আনতে হবে : জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান
মৃৎ শিল্পের ঐহিত্য ফিরিয়ে আনতে হবে : জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান
দেশায়ন ডেস্ক : জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান বলেছেন, মৃৎ শিল্পের সাথে যারা জড়িত তারা যেভাবে যেভাবে তাদের কাজগুলো করছেন, দেশের স্বনামধন্য প্রশিক্ষক দিয়ে তাদেরকে আরও প্রশিক্ষিত করতে চাই। তারা যে জিনিসগুলো করছিলেন সেগুলোকে আরও মডিফাই করে, আরও সুন্দর করে করছেন। মৃৎ শিল্পের ঐতিহ্য ফিরিয়ে এনে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আক্চা ইউপির পালপাড়ায় কারুশিল্প পণ্যভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, এখানকার নারীরা এর আগে মৃৎ শিল্পে যে সকল পন্য তৈরী করতো, সে জায়গাগুলোতে আমাদের প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করছেন। সেই জায়গাগুলোতে অনেক পরিবর্তন এসেছে, অনেক সুন্দর হয়েছে। অনেক ইনোভেটিভ আইটেম দেখতে পাচ্ছি যেগুলো উনারা তৈরী করেছেন। জয়িতা ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে যে সংস্কৃতি বা ঐতিহ্যবাহী জিনিসগুলো ছিল, যেমন মাটির যে জিনিস সেগুলি হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে সেই কাজের সাথে যারা জড়িত ছিলেন, ধ্বংস পরমপরায় বা এখনও যারা ২/১ জন আছেন, তাদের খুজে বের করে নতুন করে শিখিয়ে মৃৎ শিল্প যে দেশের একটি ঐতিহ্যবাহী বিষয় আমাদের কাছে, এই কাজটি করা।
আফরোজা খান প্লাস্টিকের বিকল্প হিসেবে মৃৎ শিল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, প্লাস্টিকের জায়গায় মৃৎ শিল্পটাকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই। উনাদের যে পন্যগুলো তৈরী হচ্ছে সেগুলো জয়িতা ফাউন্ডেশনের অফিসের সেলস সেন্টারে সেগুলোকে আমরা বিক্রি করে দিতে চাই। আমাদের যে সংস্কৃতিক বা ঐতিহ্যবাহী পন্যগুলো সেগুলো আবার ফিরে আসবে, মানুষ এগুলোকে চিনবে, আমাদের অতীতকে মানুষ জানবে এবং এখানে যারা নারীরা কাজ করছেন, আমরা চাই তাদের জীবনে তথা অর্থনৈতিক উন্নয়ন হউক, তারা সাবলম্বী হউক। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। প্রত্যেকটি নারী অর্থনৈতিকভাবে সাবলম্বী হউক। তাই যারা এখানে যারা কাজ করছে তাদের পন্যগুলো আমরা
মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিণির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) শেখ মুহাম্মদ রেফাত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক জয়িতা ফাউন্ডেশনের কনসালটেন্ট চন্দ্র শেখর সাহা, এসিস্ট্যান্ট ম্যানেজার সবুজ দাস, ঠাকুরগাঁও কারুপন্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চন্দনা ঘোষ, সহকারী প্রশিক্ষক স্থানীয় মৃৎশিল্পী গগন পাল, চিত্রশিল্পী আশরাফুল শাওন প্রমুখ। ৫ দিন ব্যাপী প্রশিক্ষণে অত্র এলাকার ২৫ জন নারী অংশ নেন।