রবিবার ● ৯ ডিসেম্বর ২০১৮
প্রচ্ছদ » জাতীয় » ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবসের র্যালি ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবসের র্যালি ও আলোচনা সভা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন ও বেগম রোকেয়া ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার দিবসটি উপলক্ষে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মহিলা বিষয়ক কমকর্তা রোকসানা বানু হাবীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনোয়ারা চৌধুরী, জেলা মহিলা আ’লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর দৌপদী দেবী আগারওয়ালা, বিশিষ্ট সমাজসেবী এহিয়া রউফ প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলায় ৫ এবং অন্যান্য উপজেলার ৫জনকে বিভিন্ন বিষয়ে অবদানের কারনে ‘জয়িতা’ সম্মাননা ক্রেস্ট ও অনুদান প্রদান করা হয়। মানববন্ধন ও আলোচনা সভায় জেলার বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ অংশ নেন।
সভায় আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস ও বেগম রোকেয়া দিবস সেই সাথে ২৫ নভেম্বর থেকে ১০ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে বিস্তারিত কর্মসূচী সম্পর্কে আলোচনা করা হয়।