মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৪
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ের ঢোলারহাটে জমজমাট ভলিবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা
ঠাকুরগাঁওয়ের ঢোলারহাটে জমজমাট ভলিবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে জমজমাটভাবে ভলিবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে ঢোলারহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে “রুপালী ক্রীড়াচক্র সৈয়দপুর, নীলফামারী টিম” ৩-০ তে “মিলগেট স্পোটিং ক্লাব মারেয়া, পঞ্চগড়” কে পরাজিত করে ফাইনালে ওঠে।
ঢোলারহাট অগ্রণী সংঘের আয়োজনে প্রথম সেমিফাইনাল খেলায় অতিথি ছিলেন রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু, বিশেষ অতিথি সেনুয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম রবি, ঢোলারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন, খেলা পরিচালনা কমিটির সভাপতি সুশেন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক বিশ্বনাথ বর্মন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢোলারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুরদাস বর্মন, ঢোলারহাট বিএম কলেজের অধ্যক্ষ বিরঞ্জন রায় চৌধুরী, ঢোলারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিন্দ্র নাথ।
প্রথম সেমিফাইনালে ৫ সেটের খেলায় ৩ : ০ সেটে জয়লাভ করে “রুপালী ক্রীড়া চক্র সৈয়দপুর, নীলফামারী” টিম। এতে প্রথম সেটে ২৫-১৮ পয়েন্ট, দ্বিতীয় সেটে ২৫-১১ এবং তৃতীয় সেটের খেলায় ২৫-১৭ তে বিজয়ী হয় নীলফামারী টিম। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন সার্জেন্ট মো: আলমপল সরকার (এল.পি.আর) ঢালারহাট। খেলা চলাকালীন দর্শক সমাগম হয় প্রচুর।