সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে মনিটরিং কমিটির সভা
ঠাকুরগাঁওয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে মনিটরিং কমিটির সভা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে জেলা পর্যায়ে গঠনকৃত মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও পাট অধিদপ্তরের উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।
সভায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে ২০১০ এর আইন বাস্তবায়নের ব্যাপারে গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়।