বৃহস্পতিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৪
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা : সাংস্কৃতিক অনুষ্ঠান
ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা : সাংস্কৃতিক অনুষ্ঠান
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র প্রশিক্ষণ মাঠে এ অনুষ্ঠান পরিবেশিত হয়।
বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৩ সালের ৭৯ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের বিশেষ উপহার ও মানপত্র প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও ঠাকুরগাঁও সদর দপ্তর সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহান, এসপিপি, পিএসসি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি’র) অধিনায়ক, বর্ডার গার্ড হাসপাতালেলের অধিনায়ক, ঠাকুরগাঁও সেক্টর ও সহাবস্থিত ইউনিট সমূহের অন্যান্য অফিসার্সবৃন্দ, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, বিদায়ী ও অন্যান্য শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।