রবিবার ● ২৮ জানুয়ারী ২০২৪
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
দেশায়ন ডেস্ক : আত্ম মর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৭১ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি পালনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদনি করে একই স্থানে গিয়ে শেষ হয়।
ঠাকুরগাঁও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় বক্তব্য দেন, সিভিল সার্জন নূর নেওয়াজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: শুভেন্দু কুমার, ডা: ইফতেখারুল ইসলাম সজিব, ডা: রিম্পা আক্তার প্রমুখ। এ সময় সিভিল কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।
নিয়মিত ও পরিমিত এম, ডি, টি চিকিৎসায় কুষ্ঠরোগ ভাল হয়। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে বিনামূল্যে কুষ্ঠ রোগের সেবা ও পরামর্শ প্রদান করা হয় বলে জানান বক্তারা।