সোমবার ● ১১ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব
ঠাকুরগাঁওয়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব পালন করা হয়। সোমবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব পালিত হয়।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুরুতেই বেলুন উড়িয়ে ক্রীড়া ও আনন্দ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানসহ অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরাসহ ক্রীড়া অফিসের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকগণ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।