সোমবার ● ২৭ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : ঠাকুরগাঁও-১ আসনে প্রথম দিনে ২ জনের মনোনয়ন ফরম সংগ্রহ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : ঠাকুরগাঁও-১ আসনে প্রথম দিনে ২ জনের মনোনয়ন ফরম সংগ্রহ
দেশায়ন ডেস্ক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে অংশগ্রহন করতে প্রথম দিনেই আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সহ ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার বিকেল পর্যন্ত এ ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রথম দিনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের কাছ থেকে ফরম সংগ্রহ করেন আ’লীগের দলীয় প্রার্থী রমেশ চন্দ্র সেন। অপরদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেনের কাছে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাকের পার্টির মনোনীত প্রার্থী মো: মাহবুবর রহমান। তিনি জাকের পার্টি কেন্দ্রীয় যুব ফ্রন্টের সহ-সভাপতি ও জেলা জাকের পার্টির যুব ফ্রন্টের সভাপতি।
উল্লেখ্য :- ঠাকুরগাঁও-১ আসনে বর্তমানে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৫০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪০ হাজার ১৩৮ ও নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৩৬৫ জন।