রবিবার ● ১৯ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ
ঠাকুরগাঁওয়ে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে ইএসডিও’র মওলানা ভাসানী স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইএসডিও ও মওলানা ভাসানী স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন শিক্ষাবিদ মুহম্মদ জালাল উদদীন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোদাচ্ছের হোসেন, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, শিক্ষক ও সাংবাদিক আশরাফ উল আলম, জ্যেষ্ঠ প্রভাষক ও সাংবাদিক গোলাম সারোয়ার স¤্রাট, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী, ইএসডিও কর্মকর্তা মনসুর আলম সরকার, ইএসডিও’র কর্মকর্তা শামীম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও’র কর্মকর্তা মোহাম্মদ শাহীন। বক্তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র জীবনাদর্শ নিয়ে বিভিন্ন আলোচনা করেন ও তারআত্মার মাগফেরাত কামনা করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।