শনিবার ● ৫ আগস্ট ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়ায় টু’ডে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়ায় টু’ডে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
দেশায়ন ডেস্ক : পৌর শহরের গোয়ালপাড়ায় “টু ডে শর্টবার ফুটবল টুর্নামেন্টের” সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে গোয়ালপাড়া বায়তুল নাজাত জামে মসজিদ সংলগ্ন মাঠে টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
গোয়ালপাড়া যুব সংঘের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী মিস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো: বাবলুর রহমান, বিশেষ অতিথি পৌর কাউন্সিলর মো: মানিক আলী, রাজনৈতিক ব্যক্তিত্ব মো: সোহেল রানা, স্থানীয় মো: করিমুল ইসলাম, মো: ফজলুর রহমান, সাংবাদিক মো: আসাদুজ্জামান শামিম প্রমুখ। এ সময় আশপাশের এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় টাইব্রেকারে “গোয়ালপাড়া জুনিয়র টিম” ২-০ গোলে ”আতংক একাদশ” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলায় কোন টিম গোল করতে পারেনি। গোয়ালপাড়া জুনিয়র টিমের খেলোয়াড়েরা ৩টি শটের মধ্যে ২টি গোল করলেও আতংক একাদশ টিমের কোন খেলোয়াড় গোল করতে পারেনি। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে প্রাইজমানি তুলে দেন অতিথি বৃন্দ। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন মো: আরিফ হোসেন। সহকারী পরিচালক ছিলেন সোহরাব, মো: সুজন, নাহিদ, সুজন (রেমোস)। খেলা চলাকালীন মাঠের চারিদিকে দর্শক সমাগম ছিল চোখে পরার মত।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো ফাইনালের ২টিম, আরমান একাদশ, আসলাম কালেকশন, শুকতারা এফসি, টিজিবিএইচএসআইএএন ইউনাইটেড, সাকিব একাদশ, কোলনী জাগরনী, গ্রেইন গ্যালাক্সি, সাম্য একাদশ, হাজীপাড়া ভাই ব্রাদার্স, নাহিদ একাদশ, মাহাবুব একাদশ, গোয়ালপাড়া যুব সংঘ, এন.কে ও টিবিজেড।