বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০২৩
প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকেলে পাবলিক লাইব্রেরী মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগানে জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও বন বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: বশিরুল-আল-মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোছাম্মৎ শামিমা নাজনীন, ঠাকুরগাঁও বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সফিউল আলম মন্ডল প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহসাধ্রিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরন করা হয়। অনুষ্ঠানে বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই সাথে পাবলিক লাইব্রেরী মাঠে ১০ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেলায় বিভিন্ন নার্সারী ও ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় ৩০ টি স্টল বসানো হয়েছে।