সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে অবহিতকরণ কর্মশালা
ঠাকুরগাঁওয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে অবহিতকরণ কর্মশালা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে সামাজিক প্রচার কর্মসূচীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতনিধিদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের যৌথ আয়োজনে কর্মশালায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের (এসইআইপি) প্রকল্পের সহকারী নির্বাহী পরিচালক আনারুল কবির (উপসচিব), বিশেষ অতিথি প্রকল্পের সিভিল ইঞ্জিনিয়ার মো: বদরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, ওয়ার্কশপ ফ্যাসিলিটেটর মো: আবু আজম নুর প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের শিক্ষক, আদিবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, ব্যবসায়ি প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন।