শুক্রবার ● ২৮ জুলাই ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী
ঠাকুরগাঁওয়ে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী
দেশায়ন ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে “শর্টবার ফুটবল টুর্নামেন্টের” ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় “২৪ ইউনাইটেড” টিম টাইব্রেকারে ২-০ গোলে ”কালার নাই” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বন্ধুবৃত্ত-২৫ এর আয়োজনে সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়ার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বিশেষ অতিথি জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এটিএম মনিরুল হুদা হেলাল প্রমুখ।
“২৪ ইউনাইটেড” ও “কালার নাই” উভয় টিমের খেলোয়াড়েরা চমৎকার খেলা উপহার দেন। নির্ধারিত সময়ের খেলায় কোন টিম গোল করতে না পারলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে পর পর ২টি শট মিস করে “কালার নাই” টিমের খেলোয়াড়েরা। অপরদিকে “২৪ ইউনাইটেড” টিমের ২ জন খেলোয়াড় পর পর ২টি শটেই গোল করলে ২-০ ব্যাবধানে জয়লাভ করে তাদের টিম। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন “কালার নাই” টিমের খেলোয়াড় শাকিল। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।