রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাওয়ে শিল্পকলা একাডেমীতে নবান্ন উৎসব
ঠাকুরগাওয়ে শিল্পকলা একাডেমীতে নবান্ন উৎসব
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাওয়ের শিল্পকলা একাডেমীতে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালন করা হয়।
শনিবার সন্ধায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
জেলা শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বেসরকারী সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, অধ্যাপক মনতোষ কুমার দে, ঠাকুরগাঁও প্রেস কাব সভাপতি মনসুর আলী, জেলা প্রশাসক পত্নী এবং ঠাকুরগাও মহিলা কল্যাণ সংস্থার সভাপতি নুশরাত জাহান, ইএসডিওর পরিচালক প্রশাসন এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্য সেলিমা আখতার, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন ইমন।
পরে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব এবং দেশীয় যাত্রা পালা অনুষ্ঠিত হয়।