শনিবার ● ১৭ নভেম্বর ২০১৮
প্রচ্ছদ » জাতীয় » ঠাকুরগাঁওয়ে মওলানা ভাসানী’র মৃতুবার্ষিকী উদযাপন
ঠাকুরগাঁওয়ে মওলানা ভাসানী’র মৃতুবার্ষিকী উদযাপন
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও কলেজ পাড়াস্থ মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার ও ইএসডিও’র যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলে শনিবার দিনব্যাপী ভিন্ন ভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেল ৩ টায় মওলানা ভাসানী মিলনায়তনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগারের সভাপতি ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, সমাজসেবী ও ঠাকুরগাঁও চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোদাচ্ছের হোসেন, সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, প্রভাষক গোলাম সারোয়ার সম্রাট, সাবেক ক্রীড়া অফিসার আবু মহীউদ্দীন, সুজন রহমান, সুস্মিত সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন সুজন খান। এ সময় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে বিশ্বাসী সর্ব্বজন শ্রদ্ধেয় মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী সমাজের তৃণমূল মানুষের নেতা ছিলেন। তিনি আমাদের মানবিক হতে শিখিয়েছেন। সমাজবাদী চিন্তা করে তিনি মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। শোষণমুক্ত এক সমতাভিক্তিক সমাজ গড়তে চেয়েছেন। তাই এই মহান নেতার আদর্শ এবং চেতনা আজ তরুনদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। তাঁর রাজনৈতিক চিন্তা চেতনা-জীবন দর্শন নিয়ে আমাদের পড়াশুনা করা উচিত।
আলোচনায় বক্তারা বলেন, ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে জন্ম হলেও ভাসানী তার জীবনের বেশির ভাগই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি তার কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন।বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বংগবন্ধুর ৭ই মার্চের ভাষণের আরেকটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন মাওলানা ভাসানী। তিনি ০৯ই মার্চ পল্টনে এই ভাষন দেন। দুই নেতার একই সিদ্ধান্তে চলে আসার একটি উদাহরণ স্থাপিত হয়। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।এর পর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে ইকো কলেজসহ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩৪ জন শিক্ষার্থী অংশ নেয়।