সোমবার ● ১০ জুলাই ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা
ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে প্রেসকাব দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরাম (এমএএফ)’র আয়োজনে ও ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহযোগিতায় কর্মশালায় এমএএফ’র সভাপতি, ফেলো ও মাস্টার ট্রেইনার জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা ক্রীড়া সংস্থা ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান, ঠাকুরগাঁও প্রেসকাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সালেকুল ইসলাম টুলু, ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের রংপুর বিভাগীয় প্রধান আলী ইজাজ, অফিসার মর্তুজা আক্তার জাহান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএএফ’র সাধারণ সম্পাদক, ফেলো ও মাস্টার ট্রেইনার মাহাবুব হোসেন তুহিন। কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। সেখানে রাজনৈতিক সম্প্রীতি বৃদ্ধিতে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও রাজনৈতিক সম্প্রীতি বৃদ্ধিতে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের বিভিন্ন কর্মকান্ডের ভূমিকা নিয়ে প্রশংসা করেন নেতৃবৃন্দ। কর্মশালায় সম্প্রীতি বৃদ্ধিতে প্রতিটি টিমের কাছ থেকে বিভিন্ন সুপারিশমালা গ্রহন করা হয়।