বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১৮
প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » ঠাকুরগাঁওয়ে আয়কর মেলা শুরু
ঠাকুরগাঁওয়ে আয়কর মেলা শুরু
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার ঠাকুরগাঁও উপ কর কমিশনারের কার্যালয় চত্ত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম।
এবারের শ্লোগান “আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দেশের সমৃদ্ধি; উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন”
উদ্বোধন শেষে আলোচনা সভায় ঠাকুরগাঁও সার্কেল-১৯ এর সহকারী কর কমিশনার মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সাবেক সভাপতি মোদাচ্ছের হোসেন, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, কর বিষয়ক আইনজীবী ফজলুর রহমান, মহসিন ভুইয়া, সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান বাবলুর রহমান প্রমুখ।
মেলা ১৪-১৭ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ইআইএন রেজিষ্ট্রেশন, রি-রেজিষ্ট্রেশন, নতুন করদাতাদের ই-টিন সনদ প্রদান, আয়কর অধিক্ষেত্র জানা, আয়কর রিটার্ন ফরম পূরনে সহযোগিতা, ব্যাংক বুথে আয়কর প্রদানসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।