বুধবার ● ২৮ জুন ২০২৩
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা বের করা হয়। বুধবার শান্তি ও মঙ্গল কামনায় আশ্রমপাড়া রামকৃষ্ণ মন্দির থেকে রাথযাত্রা বের হয়ে ভক্তদের নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দজিউ মন্দিরে গিয়ে শেষ হয়।
উল্টো রধরথযাত্রায় অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটোসহ অন্যান্যরা। রথযাত্রায় সনাতন ধর্মালম্বী হাজারো নারী ও পুরুষ অংশ নেন। এর আগে গত মঙ্গলবার শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির থেকে রথযাত্রা বের হয়ে শহরের আশ্রমপাড়াস্থ রামকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়েছিল।
উল্লেখ্য, পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুকাপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথদেবের রথযাত্রা। মনে করা হয়, জগন্নাথদেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত গুরুত্বপুর্ন। তিনটি রথে তেত্রিশ কোটি দেবদেবী অধিষ্ঠান করছেন। ফলে রথের রশি স্পর্শ করলেই তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। এছাড়া প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। এছাড়া মনে করা হয়, সকল পাপ থেকেও মুক্ত হওয়া যায়। জগন্নাথদেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফললাভ হয়। নববিবাহিতরা রথের রশি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেন। এছাড়া ভক্তদের মতে এই রথের রশির মাথায় ঠেকালে আর দুস্বপ্ন আসে না। রোগ থেকেও মুক্তি লাভ হয়।