শিরোনাম:
ঠাকুরগাঁও, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১

Deshayan
শুক্রবার ● ২৩ জুন ২০২৩
প্রচ্ছদ » অনুসন্ধানী » ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পুর্তি উৎসব পালনে প্রস্তুতি
প্রচ্ছদ » অনুসন্ধানী » ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পুর্তি উৎসব পালনে প্রস্তুতি
৫৬২ বার পঠিত
শুক্রবার ● ২৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পুর্তি উৎসব পালনে প্রস্তুতি

---দেশায়ন ডেস্ক : সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পূর্তি উৎসব পালনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এরই ধারবাহিকতায় শুক্রবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠে বিশাল আকৃতির মঞ্চ তৈরীর কাজ চলছে। পাশাপাশি বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য সু-বিশাল একটি স্টেজ তৈরীর কাজও চলমান রয়েছে। যেখানে একত্রে কয়েক হাজার মানুষ সাচ্ছন্দে বসে অনুষ্ঠানমালা উপভোগ করতে পারবেন।

১৯৩২ থেকে ২০২৩ এই ৯০ বছরে বিদ্যালয়ের বিভিন্ন কৃতী শিক্ষার্থী দেশের জন্য মক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরে কর্মরত রয়েছেন বা অবসরে গেছেন, বর্তমানেও বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীরা দেশ পরিচালনায় বিভিন্ন গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করে চলেছেন। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত করতে আগামী ১ ও ২ জুলাই ২ দিন ব্যাপী বিদ্যালয়ে বর্ষপূর্তি উৎসব পালিত হবে। এ উপলক্ষে ২দিনই থাকবে বিভিন্ন অনুষ্ঠানমালা। এ বিষয়ে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

৯০ বছর পূর্তি উৎসব বাস্তবায়নে প্রস্তুতি কমিটির আহবায়ক, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঠাকুরগাঁও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন বলেন, আমরা সকলে অনেক আনন্দিত। ৯০ বছর পুর্তি উপলক্ষে আগামী ১ ও ২ জুলাই বর্ষপূর্তীর অনুষ্ঠান সফল করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বর্ষপূর্তি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের। এছাড়াও গেষ্ট অব অনার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দের তিনি আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানমালায় থাকবে স্মৃতিচারণ। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে থাকবে স্মৃতিচারণ। বিদ্যালয়ের সাবেক ছাত্র যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন এমন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। একই সাথে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। দ্বিতীয় অধিবেশনে থাকবে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্ষপূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য মো: দেলোয়ার হোসেন চৌধুরী মথুরাপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পুর্তি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষন রয়েছে। সুদুর ঢাকা থেকে আগত শিল্পিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সেখানে স্থানীয় শিল্পীরাও পরিবেশনায় অংশ নেবেন।

সাবেক শিক্ষার্থী ও বর্ষপূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির অপর সদস্য মো: আজিজুর রহমান বলেন, অনষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। সেই সাথে অনুষ্ঠান সফলভাবে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করছি।

সাবেক শিক্ষার্থী ও বর্ষপূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য নুরুল হুদা বলেন, এবার পবিত্র ঈদুল আযহার পরে বিদ্যালয়ের ৯০ বছর পুর্তি উৎসব হচ্ছে। এটি অনেক আনন্দের সংবাদ। আমরা সবাই আনন্দিত ও উৎফুল্লিত। পুর্তি উৎসবের যাবতীয় আয়োজনে অংশগ্রহনের জন্য সকলকে আহবান জানাচ্ছি।





অনুসন্ধানী এর আরও খবর

ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত
ঠাকুরগাঁওয়ে অল্প বৃষ্টির পানিতেই রাস্তায় জলাবদ্ধতা ঠাকুরগাঁওয়ে অল্প বৃষ্টির পানিতেই রাস্তায় জলাবদ্ধতা
ঠাকুরগাঁওয়ে নিস্পত্তিকৃত মামলার নথি-নেশা জাত দ্রব্য ধ্বংস ঠাকুরগাঁওয়ে নিস্পত্তিকৃত মামলার নথি-নেশা জাত দ্রব্য ধ্বংস
ব্রীজের দাবীতে ঠাকুরগাঁও-১ আসনের এমপি’র বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন ব্রীজের দাবীতে ঠাকুরগাঁও-১ আসনের এমপি’র বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন
পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগে মামলা পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগে মামলা
ঠাকুরগাঁওয়ে গৃহবধু শাহনাজের মৃত্যুর ঘটনায় মামলা : স্বামীসহ গ্রেফতার-২ ঠাকুরগাঁওয়ে গৃহবধু শাহনাজের মৃত্যুর ঘটনায় মামলা : স্বামীসহ গ্রেফতার-২
উপজেলা নির্বাচনোত্তর-পূর্ব সময়কালীন প্রেক্ষিত-সংকট ও উত্তরণ সম্ভাবনা বিষয়ে কামরুল হাসান খোকনের সংবাদ সম্মেলন উপজেলা নির্বাচনোত্তর-পূর্ব সময়কালীন প্রেক্ষিত-সংকট ও উত্তরণ সম্ভাবনা বিষয়ে কামরুল হাসান খোকনের সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার : মাদক উদ্ধার ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার : মাদক উদ্ধার
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পৃথক অভিযানে হেরোইন উদ্ধার ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পৃথক অভিযানে হেরোইন উদ্ধার
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের “হেল্প ডেস্ক” ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-১ ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের “হেল্প ডেস্ক” ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)