শনিবার ● ১০ নভেম্বর ২০১৮
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও থেকে ঢাকা সরাসির আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলো। আজ শনিবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উদ্বোধক ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাঃ মুনিরুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, পৌর কাউন্সিলর একরামুল দৌল্লা (সাহেব), ১২নং ওয়ার্ড পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান প্রমুখ। প্রায় ৫০ জন যাত্রী ঠাকুরগাঁও থেকে প্রথমবারের মত ঢাকার উদ্দেশ্যে যাত্রী হিসেবে এই ট্রেনে উঠে। এ সময় অতিথিরা যাত্রীদেও হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উদ্বোধক ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাঃ মুনিরুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, পৌর কাউন্সিলর একরামুল দৌল্লা (সাহেব), ১২নং ওয়ার্ড পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান প্রমুখ। প্রায় ৫০ জন যাত্রী ঠাকুরগাঁও থেকে প্রথমবারের মত ঢাকার উদ্দেশ্যে যাত্রী হিসেবে এই ট্রেনে উঠে। এ সময় অতিথিরা যাত্রীদেও হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
গত ২৩ অক্টোবর রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর পাঠানো রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন বিভাগের উপ-পরিচালক খালিদুন নেছা স্বারিত চিঠিতে বলা হয়, ঢাকা-দিনাজপুরের মধ্যে চলাচলকারী দ্রুতযান এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেন একই ধরনের কোচ, কম্পোজিশনে লাল-সবুজ রংয়ে ইন্দোনেশিয়ান কোচ দিয়ে পরিচালনা করা হবে।
ঠাকুরগাঁও স্টেশন মাস্টার আকতারুল ইসলাম বলেন, আজ শনিবার দ্রুতযান এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সকাল ৭টা ২০ মিনিটে পঞ্চগড় থেকে ছেড়ে ঠাকুরগাঁওয়ে ৮ টা ১০ মিনিটে পৌঁছায়। ৮ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে রাওনা হবে। আবার রাতে একতা এক্সপ্রেস পঞ্চগড়ে ৯টায় ছেড়ে ঠাকুরগাঁওয়ে ৯টা ৩৮ মিনিটে পৌঁছে ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।
উল্লেখ্য যে, গত ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে জনসভায় যে সব দাবি পুরণের কথা বলেন তার মধ্যে অন্যতম ছিল ঠাকুরগাঁও থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চলাচল। ঠাকুরগাঁও-পঞ্চগড় অঞ্চলের মানুষের প্রাণের এই দাবি পুরণ হলো।