বৃহস্পতিবার ● ২৫ মে ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিবৃন্দের অংশগ্রহনে কর্মশালা
ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিবৃন্দের অংশগ্রহনে কর্মশালা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সভাপতিবৃন্দের ১দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সদর উপজেলা পলিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও এসইডিপি’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুর রশিদ প্রমুখ।
একদিনের কর্মশালায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডরি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় নির্বাচিত ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সভাপতিবৃন্দ অংশ নেন।