শিরোনাম:
ঠাকুরগাঁও, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১

Deshayan
বুধবার ● ১০ মে ২০২৩
প্রচ্ছদ » ক্ষুদ্রনৃগোষ্ঠী » ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
প্রচ্ছদ » ক্ষুদ্রনৃগোষ্ঠী » ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
২৯০ বার পঠিত
বুধবার ● ১০ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

---দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে প্রকৃত হরিজন সম্প্রদায়ের মানুষদের বঞ্চিত করে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন শেষে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানকে স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নরেশ দাস, সাধারণ সম্পাদক রাজু বাসফোর প্রমুখ।

---বক্তারা বলেন, সদর উপজেলার মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় চাকুরীর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে হরিজন সম্প্রদায়ের মানুষজনকে বিনা বেতনে পরিচ্ছন্ন কর্মীর কাজ করিয়ে নেয়। কিন্তু পরবর্তীতে অর্থের বিনিময়ে হরিজনদের নিয়োগ না দিয়ে অ-হরিজন মানুষজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে প্রকৃত হরিজনদের নিয়োগ না দিয়ে অন্য সম্প্রদায়ের মানুষজনকে নিয়োগ প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে। প্রকৃত হরিজনরা যাতে করে বিভিন্ন চাকুরীতে প্রবেশ করতে পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়ে বক্তারা জানান এর পর অ-হরিজনদের নিয়োগ প্রদান করা হলে কঠোর কর্মসূচী গ্রহন করা হবে বলে হুশিয়ারি প্রদান করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)