শনিবার ● ৬ মে ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে হজ্জ প্রশিক্ষণ
ঠাকুরগাঁওয়ে হজ্জ প্রশিক্ষণ
দেশায়ন ডেস্ক : ২০২৩ সালে হজ্জ গমনেচ্ছুদের দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শনিবার ঠাকুরগাঁও জেলা হাজী সংগঠনের ব্যবস্থাপনায় শহরের হাজী মসজিদ ও কমপ্লেক্সে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্জ মো. ফারজুল ইসলাম।
সংগঠনের সভাপতি আলহাজ্জ একেএম আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করেন আলহাজ্জ প্রফেসর মো. ইউনুস আলী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. রফিকুল ইসলাম। আরো বক্তব্য দেন, আলহাজ্জ মো. মোদাচ্ছের হোসেন, আলহাজ্জ মো. জাফুরুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পাওয়ার পয়েন্টের সাহায্যে মূল প্রশিক্ষণ পরিচালনা করেন আলহাজ্জ মো. আব্দুল লতিফ। হজ্জের অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করেন আলহাজ্জ ডা. মো. নূরুল হুদা, আলহাজ্জ মাওলানা ফজলে রাব্বী মর্তুজাবী, আলহাজ্জ মো. শফিকুল ইসলাম, আলহাজ্জ মোমিনুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণে পাঁচ শতাধিক হজ্জ গমনেচ্ছু নারী পুরুষ অংশ নেন। শেষে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করেন আলহাজ্জ একেএম আব্দুল্লাহ।