শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » বৈশাখী মেলায় ‘রক্তাক্ত স্মৃতি’ নাটকের মঞ্চায়ন
বৈশাখী মেলায় ‘রক্তাক্ত স্মৃতি’ নাটকের মঞ্চায়ন
দেশায়ন ডেস্ক : ঐতিহ্যবাহী ৩৫তম বৈশাখী মেলায় মঞ্চস্থ হলো নাটক “রক্তাক্ত স্মৃতি”। শুক্রবার রাতে মেলা মঞ্চে নাটকটি মঞ্চায়ন করা হয়। এ সময় প্রায় ৪ শতাধিক মানুষজন নাটকটি উপভোগ করেন।
জানা যায়, অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ নাটকটি নির্মিত। নাটকের পরিবেশনায় ছিল শঙ্খচিল। নাটকের রচনা ও নির্দেশনা প্রদান করেন লুকমান শরীফ। মেলা মঞ্চের সামনে সাধারণ মানুষজনের সাথে নাটক উপভোগ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহাবুবুল ইসলাম, দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, দৈনিক লোকায়নের সম্পাদক মো: সাকেরুল্লাহসহ প্রায় ৪ শতাধিক মানুষজন।
নাটকে অভিনয় করেন রুপকুমার গুহ ঠাকুরতা, মো: শান্তি ইসলাম, ভেরেনিকা এক্কা, সাকি মদক, সঙ্গিতে নারায়ন, জয়দেব, মিলন, ওয়াসিমসহ বেশ কয়েকজন। নাটকে মুক্তিযুদ্ধ ও সে সময়কার বিভিন্ন বিষয় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। বিভিন্ন শিল্পীরা সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে সে সকল বিষয় তুলে ধরেন। নাটকে নিরঞ্জন নামক চরিত্রের মাধ্যমে যুদ্ধের সময়কার তার প্রেমিকা মালতির প্রেমের হৃদয়বিদারক বিষয় উঠে আসে। লাল শাড়ি নিয়ে বসে থাকা নিরঞ্জন যুদ্ধের অনেকদিন পরও ওই শাড়ি নিয়ে মালতিকেই খুজে ফেরানোর বিষয় উঠে আসে।
নাটক “রক্তাক্ত স্মৃতি”র রচনাকারী ও নির্দেশক লুকমান শরীফ বলেন, নাটকটি বাংলাদেশের যে ঐতিহ্যবাহী নিজস্ব নাট্যরীতি রয়েছে, সে আদলেই গড়ে তোলা হয়েছে। এর মূল বিষয়বস্ত হলো: অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে যদি আবারও ৭১ এর ন্যয় সংগ্রাম করার প্রয়োজন পরে, যাতে সকলে একতাবদ্ধ হয়ে সংগ্রাম করতে পারি। এটা প্রথম শো হলো। যদি কোথায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শো করার ব্যাপারে আমন্ত্রণ জানানো হয়, তাহলে আমরা সব সময় প্রস্তুত রয়েছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে বৈশাখী মেলার ৩৫তম আসর উদ্বোধন করা হয়। আগামী ১লা মে পর্যন্ত ৭ দিন ব্যাপী মেলা চলবে।