শুক্রবার ● ২৮ এপ্রিল ২০২৩
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » বৈশাখী মেলায় ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান
বৈশাখী মেলায় ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান
দেশায়ন ডেস্ক : ৩৫তম বৈশাখী মেলার চতুর্থ দিনে মেলায় আসেন দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। শুক্রবার রাতে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বৈশাখী মেলায় বিভিন্ন অনুষ্ঠানমালা উপভোগ করেন।
প্রথমেই তিনি মেলার বিভিন্ন স্টলসমূহ ঘুরে দেখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহাবুবুল ইসলাম, আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলাম, দৈনিক লোকায়নের সম্পাদক মো: সাকেরুল্লাহ, পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীগণ। পরে তিনি মেলা মঞ্চে পরিবেশিত স্বরচিত কবিতা পাঠের আসর, ভাইয়াওয়া গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আঞ্চলিক গানের অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়াও তিনি রাত সোয়া ১০ টায় অনুষ্ঠিত শঙ্খচিলের পরিবেশনায়, লুকমান শরীফের রচনা ও নির্দেশনায় নাটক “রক্তাক্ত স্মৃতি” উপভোগ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে বৈশাখী মেলার ৩৫তম আসর উদ্বোধন করা হয়। আগামী ১লা মে পর্যন্ত ৭ দিন ব্যাপী মেলা চলবে।